WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
Telegram Channel Join Now

Uttar Dinajpur District Court Recruitment

Uttar Dinajpur District English Stenogrpher Recruitment 2025

Uttar Dinajpur District Court Recruitment: – উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোটে ইংলিশ স্টেনোগ্রাফার পদে নতুন নিয়োগ। মাধ্যমিক পাস ক্যান্ডিডেট দের জন্য সুবর্ণ সুযোগ, যে সকল প্রার্থী স্টেনোগ্রাফারের কাজ খুঁজছিলেন বা ইস্টোনোগ্রাফার পদের জন্য ইন্টারেস্টেড আপনারা সকলেই আবেদন করতে পারবেন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টে যেখানে ইংলিশ গ্রাফার পদের জন্য নিয়োগ চলছে। আপনারা আবেদন করতে পারবেন ১১/১/২০২৫ তারিখ থেকে ২২/০১-২৫ তারিখ পর্যন্ত। সকল প্রার্থীদের এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। 

Uttar Dinajpur District English Stenographer Notification 2025 Overview

উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি যেখানে ইংলিশ কেন করার পদের জন্য মোট তিনজন ক্যান্ডিডেট নেওয়া হবে। মাধ্যমিক পাস ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন এবং স্টেনোগ্রাফার দক্ষ থাকলে আপনাদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে সিলেকশন করা হবে। আরো  বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্স চেক করবেন যেখানে আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন।

Uttar Dinajpur District Court Recruitment 2025 Details:
OrganizationUttar Dinajpur District Court
Total Vacancy3
Name Of PostEnglish Stenographer
Mode of ApplicationOnline
Date of Application Submission`11/01/2025
Last Date of Apply Online22-01-2025
Official Websitehttps://northdinajpur.dcourts.gov.in/

UTTAR DINAJPUR DISTRICT COURT Eligibility Criteria

Education Qualification Details

যে সকল পার্টি আবেদন করবেন ইংলিস্ট জনোগ্রাফার পদের জন্য আপনাদের কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে এবং সাথে কম্পিউটার জানা থাকতে হবে এবং টাইপিং স্পিড শর্ট হ্যান্ড এ ১০ মিনিটে  ৮০ w.p.m হতে হবে এবং টাইপরাইটিং এ ৪০ w.p.m।

Age Limits

বয়সের সময় তোমার ক্ষেত্রে মিনিমাম ১৮ বছর বয়স থেকে আপনারা আবেদন করতে পারবেন যেখানে EWS ক্যাটাগরির ক্ষেত্রে ৩২ বছর পরশ পর্যন্ত এজ লিমিটেশন রয়েছে এবং ওবিসি এ এবং বি ক্যাটাগরিদের ক্ষেত্রে ৩৫ বছর বয়স পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। আরো এইচ রিল্যাক্সেশন সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে দেওয়া ডেসক্রিপশন নোটিফিকেশন লিঙ্ক চেক করুন।

Application Fee

আবেদনের ক্ষেত্রে ওবিসি এ ওবিসি বি এবং EWS ক্যাটাগরিদের জন্য ৬০০ টাকা আবেদন ফ্রি লাগবে।

Selection Process

সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আপনাদের মোট তিনটি স্টেপের সিলেকশন হবে –

  • প্রথম ভাবে আপনাদের রিটেন টেস্ট নেয়া হবে যেখানে ১০০ নাম্বারের কোশ্চেন থাকবে প্রত্যেকটি কোশ্চেন এক নাম্বার করে থাকছে। মোট সময় থাকবে এক ঘন্টা 30 মিনিট নেগেটিভ মার্কিন এর ক্ষেত্রে ০.৫ প্রত্যেকটি ভুল অ্যানসারের ক্ষেত্রে।
  • দ্বিতীয় ধাপে ডিকশন অ্যান্ড ট্রান্সক্রিপসন যেখানে ১০০ নাম্বার থাকবে। পাঁচ মিনিটে আপনাদের ট্রান্সক্রিপশন অফ শর্ট এন্ড নট করতে হবে যেখানে ওন হ্যান্ড রাইটিং ফর এক ঘণ্টার জন্য থাকবে। 
  • এবং দ্বিতীয় ধাপের ক্ষেত্রে আপনাদের টাইপিং টেস্ট নেয়া হবে মিনিমাম ৪০ W.P.M হতে হবে এবং  যেখানে মোট পুর্ন্যমান ১০০ নাম্বার থাকবে এবং সময় থাকছে দশ মিনিট। 

যে সকল প্রার্থী এই সমস্ত স্টেপগুলি কমপ্লিট করতে পারবেন বা পাশ করতে পারবেন তাদেরকে পার্সোনালিটি টেস্টের জন্য এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টএর জন্য ডাকা হবে যেখানে থাকবে ৩০ নম্বর এবং ২০ নাম্বারের। 

Important Dates

Application Start Date১১/১/২০২৫
Application End Date২২/০১/২০২৫

Important Links

Apply OnlineClick Here
Download NotificationClick Here