কলকাতা পুলিশ কনস্টেবল Result ২০২৩
ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য যেসব ক্যান্ডিডেট prelims Exam দিয়েছিলেন এক্সামের কাট অফ মেরিট লিস্ট কিছুদিনের মধ্যেই বের হতে চলেছে। মেরিট লিস্ট ডাউনলোড লিংক আমাদের ওয়েবসাইটে থেকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন তবে অনুমান করা হচ্ছে যে জুন মাসের শেষের দিকে মেরিট লিস্ট পাবলিস্ট করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো যদি আপনি কেপি কনস্টেবলে এক্সাম দিয়ে থাকেন এবং মেন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাই আপনাদের জন্য রইল এই বিশেষ কিছু তথ্য।
Vacancy Details | Notification & Dates |
---|---|
Post Name | WB Kolkata Police Constable |
Organization Name | West Bengal Police Recruitment Board |
Total Number of Post | 1666 |
Result Download Link | Click Here |
Admit Card Date | Released |
Exam Dates | 4th June 2023 (Prelims) |
Official Website | wbpolice.gov.in |
Kolkata Police Constable Result 2023 Download Link
West Bengal police recruitment board কিছুদিনের মধ্যে এটি নোটিফিকেশনের বের হবে এটি অনুমান করা যাচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট ১৬৬৬ পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য আবেদন করেছিলেন এবং পরীক্ষা দিয়েছিলেন তাহলে আপনাদের পরের প্রস্তুতি জন্য তৈরি হয়ে থাকুন। কারণ Prelims এক্সামের পরে রয়েছে মেন এক্সাম এবং মেন এক্সামের পড়ে রয়েছে শারীরিক সক্ষমতা টেস্ট।
পদের নাম | মোট পদের সংখ্যা |
---|---|
Constable | 1410 |
Lady Constable | 256+600 |
kp constable/Leady Constable 2023 Age limitation (বয়স সম্পর্কিত তথ্য)
এই পোষ্টের আবেদন করতে গেলে আপনাদেরকে কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে এবং ২৭ বছরের নিচে হতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেট রা ১৮ বছর বয়সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা সরাসরি এপ্লাই করতে পারবেন। এপ্লাই করার জন্য আপনাদেরকে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এপ্লাই করতে হবে।
kp constable Exam 2023 Application Fee ( আবেদন Fee)
ডাবলু বি কনস্টেবল পদে এপ্লাই করার জন্য সমস্ত ক্যাটাগরিদের জন্য ১৭০ টাকা আবেদন ফ্রি এবং এস সি এস টি ক্যাটাগরিদের জন্য কোন আবেদন ফ্রি লাগবে না এই ক্যাটাগরি রা শুধুমাত্র প্রসেসিং ফ্রি দিতে হবে।
এছাড়া আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে।
How to Download KP Constable Result 2023 ( কিভাবে ডাওনলোড করবেন)
- প্রথমত আপনাদেরকে অফিশিয়াল ওয়েবসাইটে wbpolice.gov.in ভিজিট করতে হবে।
- এরপর আপনাদেরকে কলকাতা পুলিশ রেজাল্ট ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনাদেরকে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ এন্টার করতে হবে।
- এরপর আপনার সরাসরি ডাউনলোড করতে পারবেন মেরিট লিস্ট ২০২৩ কলকাতা পুলিশ।
- নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংক থেকে আপনারা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে এসে এডমিট কার্ড ডাউনলোড করতে নিতে পারবেন আরও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
(alert-success)
kp constable 2023 Physical Measurement (শারীরিক পরিমাপ টেবিল)
পদের নাম | Height/ওজন | Chest |
---|---|---|
Constable (Male) | 167 cm , 57 kg | 78 cms (without expansion), 83 cms (with expansion ) |
Lady Constable | 160 Height cm, 49 kg | 76 cms & 81 cms with expansion |
কলকাতা পুলিশ কনস্টেবল পদের জন্য শারীরিক পরিমাপ এর ক্ষেত্রে হাইট হতে হবে ১৬৭ সেন্টিমিটার এবং ওজন হতে হবে ৫৭ কেজি। এছাড়াও চেষ্টা ক্ষেত্রে হবে ৭৬ সেন্টিমিটার নরমাল এবং এক্সপ্যানশন সহ ৮৩ সেন্টিমিটার। এবং যদি আপনি লেডি কনস্টেবল পদের জন্য এপ্লাই করে থাকেন তাহলে আপনাদেরকে হাইট হতে হবে ১৬০ সেন্টিমিটার এবং ওজন হতে হবে ৪৯ কেজি। চেস্ট এর ক্ষেত্রে ৭৬ সেন্টিমিটার এছাড়াও এক্সপ্যানশন সহ 81 সেন্টিমিটার।