History GK Questions Bengali
Q ০১.আকবরের ফতেপুর সিক্রির প্রাসাদ বিখ্যাত ছিল;
- a)ভারতে প্রথম গোল গম্বুজ স্থাপত্যের নিদর্শন হিসেবে
- b)খিলান ও ছত্রির ব্যবহারের জন্য
- c)পিয়েত্রাদুরার ব্যাপক ব্যবহারের জন্য
- d)মার্বেলের ব্যাপক ব্যবহারের জন্য
উত্তর:খিলান ও ছত্রির ব্যবহারের জন্য
Q ০২.আকবরের সমাধি অবস্থিত:
- a)আগ্রা
- b)নয়াদিল্লি
- c)সেকেন্দ্রাবাদ
- d)সাসারাম
উত্তর:সেকেন্দ্রাবাদ
Q ০৩.আলাই দরওয়াজা হল:
- a)খানা মসজিদের প্রবেশদ্বার
- b)সিরি কোর্টের প্রবেশদ্বার
- c)কুতুবমিনারের প্রবেশদ্বার
- d)এদের কোনওটিই নয়
উত্তর:কুতুবমিনারের প্রবেশদ্বার
Q ০৪.আলাউদ্দিন খলজি অভিজাতদের তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করার
উদ্দেশ্যে বেশ কিছু বিধিনিষেধ জারি করেন। নিম্নলিখিতগুলির কোনটি সেই সব
নিষেধাজ্ঞার মধ্যে পড়ে না?
- a)তিনি অভিজাত পরিবারে বৈবাহিক
সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদের সঙ্গে মৈত্রী বজায় রেখেছিলেন - b)তিনি অভিজাতদের ভোজসভা ও উৎসব অনুষ্ঠানের আয়োজনের ওপর নিষেধাজ্ঞা
জারি করেন - c)সুলতানদের অনুমতি ছাড়া অভিজাত পরিবারগুলির মধ্যে পারস্পরিক বৈবাহিক
সম্পর্ক স্থাপন নিষিদ্ধ ছিল - d)অভিজাতদের অনুষ্ঠানগুলিতে মদ্যপান বা মাদক সেবন নিষিদ্ধ করা হয়।
উত্তর:তিনি অভিজাত পরিবারে বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদের সঙ্গে মৈত্রী বজায় রেখেছিলেন
Q ০৫.আলাউদ্দিন খলজি ভূমিরাজস্ব ব্যবস্থা পরিবর্তন করেন, যার ফলে:
- a)কৃষিকাজ আরও ক্ষতিগ্রস্ত হয়
- b)ভূমিরাজস্ব আদায়ের জন্য বিশেষ আধিকারিক নিয়োগ করতে হয়
- c)রাজ্য কর্তৃক প্রত্যক্ষভাবে শস্য
সংগ্রহের একটি চুক্তি হয় - d)ভূমিরাজস্বের চরম সংকোচন ঘটে
উত্তর:রাজ্য কর্তৃক প্রত্যক্ষভাবে শস্য সংগ্রহের একটি চুক্তি হয়
Q ০৬.খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি তাঁর কাকা এবং পৃষ্ঠপোষককে হত্যা করে
দিল্লির সুলতান পদে অধিষ্ঠিত হন। এই পৃষ্ঠপোষক ছিলেন:
- a)জালালউদ্দিন খলজি
- b)নাসিরুদ্দিন খুসবু শাহ
- c)গিয়াসউদ্দিন বলবন
- d)কুতুবউদ্দিন মুবারক
উত্তর:জালালউদ্দিন খলজি
Q ০৭.আলবুকার্ক গোয়া দখল করেন:
- a)বিজাপুরের শাসকের কাছ থেকে
- b)গোলকুণ্ডার শাসকের কাছ থেকে
- c)আহমেদনগরের শাসকের কাছ থেকে
- d)বিজয়নগরের শাসকের কাছ থেকে
উত্তর:বিজাপুরের শাসকের কাছ থেকে
Q ০৮.যে আন্দোলনের সঙ্গে আলীভ্রাতৃদ্বয় নাম জড়িত ছিল সেটি হল
- a)ওয়াহাবি আন্দোলন
- b)ভারত ছাড়ো আন্দোলন
- c)খিলাফত আন্দোলন
- d)খাকসর আন্দোলন
উত্তর:খিলাফত আন্দোলন
Q ০৯.ভাগবত দর্শনে নিম্নলিখিতদের মধ্যে কাদের অবদান ছিল সবচেয়ে বেশি?
- a)গুপ্ত বংশের
- b)ইন্দো-গ্রিকদের
- c)কুষাণ বংশের
- d)পার্থিয়ানদের
উত্তর:গুপ্ত বংশের
Q ১০.নীচের প্রত্যেকেই ছিলেন আকবরের সমসাময়িক, ব্যতিক্রম:
- a)পারস্যের মহান আব্বাস
- b)ইংল্যান্ডের অষ্টম হেনরি
- c)ইংল্যান্ডের প্রথম এলিজাবেথ
- d)ফ্রান্সের চতুর্থ হেনরি
উত্তর:ইংল্যান্ডের অষ্টম হেনরি
Q ০১.আলাউদ্দিন খলজির সভাকবি আমির খসরু লিখতেন মূলত:
- a)আরবি ভাষায়
- b)ফারসি ভাষায়
- c)তুর্কি ভাষায়
- d)উর্দু ভাষায়
উত্তর:ফারসি ভাষায়
💊 কারেন্ট আফায়ার্স ১পর্ব – PDF FIle
🔴ফ্রী PDF এবং পরীক্ষার বিভিন্ন Update পেতে টেলিগ্রামে যুক্ত হয়ে যান।
🔴টেলিগ্রাম Join লিংকঃ- Join Telegram
File Details:-File Name:- History GK MCQ PDFFile Format:- PDFNo. of Pages:- 11File Size:- 1.15 MB